বন্ধ ৭৫০ টুইটার অ্যাকাউন্ট, তবে কি সরকারের ‘দলদাস’ টুইটার-ও! জল্পনা তুঙ্গে
Tuesday, February 2 2021, 11:48 am
Key Highlights
কৃষক আইন নিয়ে বেশ কিছু মাস ধরে দেশজুড়ে যে কৃষক আন্দোলন চলছে, মিডিয়ার মাধ্যমে তার সাক্ষী গোটা দেশ। এখন যেকোনো কিছুরই একটা প্রধান মাধ্যম হয়ে দাড়িয়েছে সোশ্যাল প্লাটফর্ম। তার মধ্যে "টুইটার"-কে মূলত বেছে নিয়ে এই আন্দোলনকে সমর্থন করে করা হচ্ছে বেশ অনেক পোস্ট। 'টুইটারকে ব্যবহার করে আন্দোলনে ইন্ধন জোগানো হচ্ছে' - এমন অভিযোগের কারণে প্রথমে ৫০০ এবং সোমবার আরও ২৫০টি অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দেন টুইটার কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, এটা স্বাভাবিক। সরকারের বিরুদ্ধমত প্রকাশ করা করলেই নয় পাকাপাকিভাবে বন্ধ করা হয়েছে, নচেৎ সাময়িক ভাবে নিষেধাজ্ঞা জারি করেছে টুইটার।
- Related topics -
- দেশ
- টুইটার
- সোশ্যাল মিডিয়া
- কৃষক আন্দোলন