PV Sindhu-HS Prannoy | ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিন্ধু-প্রণয়ের জয়যাত্রা অব্যাহত, লক্ষ্যভ্রষ্ট লক্ষ্য সেন

Tuesday, August 26 2025, 5:33 pm
highlightKey Highlights

অগস্ট স্ট্রেট গেমে বুলগেরিয়ার ক্যালোয়ানা নালবান্টোভাকে পরাস্ত করলেন পিভি সিন্ধু। মাত্র ৪৭ মিনিটে এইচএস প্রণয়ও ম্যাচ জিতেছেন।


২৬ অগস্ট ফের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন পিভি সিন্ধু। স্ট্রেট গেমে বুলগেরিয়ার ক্যালোয়ানা নালবান্টোভাকে হারিয়ে দিলেন তিনি। ৩:৭ এ পিছিয়ে থাকার পর কামব্যাক করে ১২:১২ তে নিয়ে যান ম্যাচ। এরপর তিনি এগিয়ে যান ১৫:১৩ তে। প্রথম গেমে সিন্ধু ক্লোজ় মার্জিনে জেতার পর দ্বিতীয় গেমটা সহজেই ২১:৬এ জেতেন। অন্যদিকে পুরুষদের মধ্যে এইচএস প্রণয় প্রথম রাউন্ডে পরাস্ত করলেন জোয়াকিম ওলড্রফকে। মাত্র ৪৭ মিনিটে ২১:১৮, ২১:১৫ পয়েন্টে ম্যাচ জেতেন তিনি। যদিও বিশ্বের ১ নম্বর শি ইউকির কাছে হারলেন লক্ষ্য সেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File