Badminton । সিন্ধুর লক্ষ্য ভেদ! ব্যাডমিন্টনে সেরার শিরোপা পেলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন

Sunday, December 1 2024, 3:43 pm
highlightKey Highlights

রবিবার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে সেরার শিরোপা জিতে নিলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন।


সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে সেরার শিরোপা জিতে নিলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। রবিবার ফাইনালে দুরন্ত পারফর্মেন্স করলেন সিন্ধু, লক্ষ্যরা। ২০১৭ এবং ২০২২ সালের পর তৃতীয়বার সিন্ধু সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে তিনি হারালেন চিনের উ লুওকে। ২০২১ বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ মেডেলিস্ট লক্ষ্য সেন হারালেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দী জিয়া হেং জ্যাসন তেহকে। একটুর জন্যে অলিম্পিক্স পদক মিস করা লক্ষ্যকে এই পদক আত্মবিশ্বাস দেবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File