Russia-North Korea | ইউক্রেনের বদলে রুশ সেনার ওপর হামলা চালালো পুতিনের বন্ধু দক্ষিণ কোরিয়া

Wednesday, December 18 2024, 3:02 pm
Russia-North Korea | ইউক্রেনের বদলে রুশ সেনার ওপর হামলা চালালো পুতিনের বন্ধু দক্ষিণ কোরিয়া
highlightKey Highlights

পারস্পরিক ভুলভ্রান্তির জেরে রুশ সেনাদের শত্রুপক্ষ ভেবে গুলি চালায় তারা। মৃত্যু হয় মোট ৮ রুশ জওয়ানের।


এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত। এই অবস্থায় রাশিয়া প্রেসিডেন্ট বন্ধুত্ব করেছিলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে। কিন্তু রণক্ষেত্রে পুতিনের শত্রু ইউক্রেনকে ছেড়ে খোদ রুশ বাহিনীর উপরেই গুলি চালিয়ে বসেছে কিমের সেনা। ফলত, বন্ধুত্ব নিয়ে ভাবছে পুতিন।জানা গিয়েছে, দিশেহারা ও ভীতি ভাবের জেরে রুশ বাহিনীর নির্দেশ সঠিক ভাবে পালন করতে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছিল উত্তর কোরিয়া থেকে আসা সেনারা। এই অবস্থাতেই পারস্পরিক ভুলভ্রান্তির জেরে রুশ সেনাদের শত্রুপক্ষ ভেবে গুলি চালায় তারা। মৃত্যু হয় মোট ৮ রুশ জওয়ানের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File