দেশ

Putin-India | ভারতে আসছেন পুতিন! এখানে এলেই কি গ্রেফতার করা হবে রাশিয়ার প্রেসিডেন্টকে?

Putin-India | ভারতে আসছেন পুতিন! এখানে এলেই কি গ্রেফতার করা হবে রাশিয়ার প্রেসিডেন্টকে?
Key Highlights

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সূচি খুব শীঘ্র ঘোষণা করা হবে।

ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সূচি খুব শীঘ্র ঘোষণা করা হবে। সূত্রের খবর, আগামী বছর ভারতে আসতে পারেন পুতিন। উল্লেখ্য, গত বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অর্থাৎ ওই ব্যক্তি যে দেশে পা রাখবেন সেখানে তাকে গ্রেফতার করতে হবে। তবে ভারত আইসিসির সদস্য না হওয়ায় পুতিন ভারতে এলে তাঁকে আইসিসির নির্দেশ মেনে গ্রেফতার করা হবে না।