Russia Ceasefire | তিন দিনের যুদ্ধবিরতির ডাক পুতিনের! ইউক্রেনকেও যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান!

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রশক্তিদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী মাসে এই তিন দিনের যুদ্ধবিরতি বলে জানিয়েছে ক্রেমলিন।
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন! ৮ মে থেকে ১১ মে যুদ্ধ বন্ধের ডাক দেন তিনি। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রশক্তিদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী মাসে এই তিন দিনের যুদ্ধবিরতি বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনকেও এই যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে সেই আহ্বান না মেনে ইউক্রেনের পক্ষ থেকে যদি যুদ্ধবিরতির সময় রাশিয়ার উপর হামলা চালানো হয়, সেই ক্ষেত্রে রুশ সশস্ত্র বাহিনী কার্যকর প্রতিক্রিয়া দেবে বলেও জানিয়েছে ক্রেমলিন।