দেশ

Air India | ‘আগে আমার ব্যাগটা রাখো, নাহলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে দেব!’- এয়ার ইন্ডিয়ার পাইলটকে হুমকি যাত্রীর

Air India | ‘আগে আমার ব্যাগটা রাখো, নাহলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে দেব!’- এয়ার ইন্ডিয়ার পাইলটকে হুমকি যাত্রীর
Key Highlights

বেঙ্গালুরু থেকে সুরাতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের এক যাত্রী সরাসরি বিমান ‘ক্র্যাশ’ করিয়ে দেওয়া হুমকি দিলেন!

বেঙ্গালুরু থেকে সুরাতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। সরাসরি বিমান ‘ক্র্যাশ’ করিয়ে দেওয়া হুমকি দিলেন এক যাত্রী। অভিযোগের তীর বছর ৩৬শের আয়ুর্বেদিক ডাক্তার ব্যাস হিরাল মোহনভাইয়ের দিকে। অভিযোগ, এদিন নির্দিষ্ট ওভারহেড লাগেজে ব্যাগ রাখতে রাজি হননি হিরাল। উল্টে তিনি তাঁদের হুমকি দেন, ‘আগে আমার ব্যাগটা রাখো, নাহলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে দেব!’ এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেঙ্গালুরু বিমানবন্দরে। অভিযুক্ত ওই বিমানযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্টি সময়ের ২ঘন্টা পর উড়েছে বিমান।