Polash | চৈত্রের শিলাবৃষ্টিতে ক্ষতি হচ্ছে পলাশ বনের, পুরুলিয়ায় হতাশ পর্যটকরা
Saturday, March 22 2025, 3:07 am

গত সপ্তাহের শেষ থেকেই ঝড়বৃষ্টি চলছে পুরুলিয়ায়। তার জেরে পলাশের বিপুল ক্ষতি হয়েছে।
ভরা চৈত্রে কালবৈশাখীর থাবা প্রাণ কাড়ছে পুরুলিয়ার পলাশের। যার জেরে হতাশ পর্যটকেরা। গত রোববার পুরুলিয়ার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছিলো। বৃহস্পতিবার একধাক্কায় তা নামে ২৪.৩ ডিগ্রি সেন্টিগ্রেডে। ঐদিন সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ৮.৪ মিলিমিটার বৃষ্টি হয় পুরুলিয়ায়। । ৫০ থেকে ৬০ কিমি/ঘন্টা ঝোড়ো হাওয়ার দাপটে বাঘমুন্ডি সড়ক পথে একাধিক গাছ ভেঙে পড়ে। এই ঝড়বৃষ্টিতে পলাশও নষ্ট হয়ে যায়। আবহাওয়া দপ্তরের নির্দেশে সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।