দেশ

Puri Jagannath | মুসলিম ভক্তের সমাধির সামনে আজও থামে রথ, জানেন প্রভু জগন্নাথ ও মুসলিম ভক্ত সালবেগের কাহিনী?

Puri Jagannath | মুসলিম ভক্তের সমাধির সামনে আজও থামে রথ, জানেন প্রভু জগন্নাথ ও মুসলিম ভক্ত সালবেগের কাহিনী?
Key Highlights

সালবেগের মৃত্যুর আগে স্বপ্নে এসে ন স্বয়ং জগন্নাথ দেব বলেছিলেন, 'আজ থেকে আমার রথ তোমার দরজায় না থেমে কখনোই এগোবে না।' এই রীতি আজও চলেছে।

ভিন্ন ধর্মের জন্য জগন্নাথের মন্দিরে ঢুকতে না পেরে রথযাত্রার পথে আশ্রয় বানিয়ে “জয় জগন্নাথ” ভজন গাইতেন সালবেগ। মুঘল শাসনকালে সৈনিক সালবেগের পিতা মুসলিম এবং মাতা হিন্দু ছিলেন। ফলে আল্লা ঈশ্বর দুইয়েই বিশ্বাসী সালবেগ। তবে যুদ্ধে গভীরভাবে আহত হওয়ার পর শরণাপন্ন হন জগন্নাথ দেবের। বলা হয়, সালবেগের মৃত্যুর আগে স্বপ্নে এসেছিলেন স্বয়ং জগন্নাথ, তখন সালবেগ বলেছিলেন, 'আপনি তো আমার কাছে এলেনই না।' তখন জগন্নাথ দেব বলেছিলেন, 'আজ থেকে আমার রথ তোমার দরজায় না থেমে কখনোই এগোবে না।' এই রীতি আজও চলেছে।