Punjab | প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার ছক, ভয়াবহ বিস্ফোরণে উড়ল মালগাড়ি, চাঞ্চল্য পাঞ্জাবে

Saturday, January 24 2026, 4:29 pm
Punjab | প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার ছক, ভয়াবহ বিস্ফোরণে উড়ল মালগাড়ি, চাঞ্চল্য পাঞ্জাবে
highlightKey Highlights

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরডিএক্সের মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।


প্রজাতন্ত্র দিবসের আগেই পাঞ্জাবে নাশকতার ছক। সূত্রের খবর, শুক্রবার রাত দশটা নাগাদ পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ স্টেশনের কাছে রেললাইনে আচমকা বিস্ফোরণ হয়। ওই সময় ওই লাইন ধরে একটি মালগাড়ি আসছিল। বিস্ফোরণের অভিঘাতে মালগাড়ির ইঞ্জিন দুমড়ে মুচড়ে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর, রেললাইনের প্রায় ১৫ ফুট অংশ উড়ে গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ওই মালগাড়ির চালক। বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File