LSG vs PBKS | ২২ বল বাকি থাকতে ঘরের মাঠে ৮ উইকেটে পরাজিত লখনউ! পরপর দুটো ম্যাচ জিতল 'কিংস'রা!
Tuesday, April 1 2025, 6:17 pm
Key Highlights২২ বল বাকি থাকতেই ঘরের মাঠে লখনউ হারল ৮ উইকেটে। দাপটের সঙ্গে পরপর দুটো ম্যাচ জিতল পঞ্জাব কিংস।
২২ বল বাকি থাকতেই ঘরের মাঠে লখনউ হারল ৮ উইকেটে। দাপটের সঙ্গে পরপর দুটো ম্যাচ জিতল পঞ্জাব কিংস। আইপিএলে লখনউ বনাম পঞ্জাবের ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই রান ১৬.২ ওভারেই তুলে নিল পঞ্জাব। পঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং ৩৪ বলে ৬৯ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে দিয়ে গেলেন। নেহাল ওহাধেরা ২৫ বলে ৪৩ নট আউটে জয় আনলেন সহজেই। ৩০ বলে ৫২ করে অপরাজিত রইলেন শ্রেয়স।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল
- আইপিএল
- আইপিএল ২০২৫
- পঞ্জাব কিংস
- লখনউ সুপার জায়ান্ট

