Car-Fire Accident | ব্রেক ফেল করে ৬টি গাড়িতে ধাক্কা মাল বোঝাই ট্রাকের, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আহত একাধিক

ব্রেক ফেল করে একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা মারে ছয়টি গাড়িতে। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িগুলি।
বৃহস্পতিবার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেলো যাত্রীদের। ঘটনাটি ঘটেছে পুনের কাছে বেঙ্গালুরু-মুম্বই চার নম্বর জাতীয় সড়কের নাভালে সেতুতে। অন্যদিনের মতো এদিনও বিকেলে নাভাল সেতুতে জ্যামে দাঁড়িয়ে ছিল একাধিক যানবাহন। আচমকা একটি পণ্যবাহী ট্রাক পর পর ছয়টি গাড়িকে ধাক্কা মারতে মারতে এগিয়ে গিয়ে ব্রিজের ধারে দাঁড়িয়ে যায়। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলি। ট্রাকটিতে আগুন ধরে যায়। আশেপাশের গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এঘটনায় কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অন্তত ১৫।
- Related topics -
- দেশ
- পুনে
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- অগ্নিকান্ড
- অস্বাভাবিক মৃত্যু
- আহত
- নিহত
