পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে সপরিবারে ঝাঁঝরা স্পেশাল পুলিশ অফিসার

Saturday, July 3 2021, 2:35 pm
highlightKey Highlights

জম্মু কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরার হরিপারিগামে সপরিবারে মৃত্যু হল এক স্পেশাল পুলিশ অফিসারের। জানা যাচ্ছে ওইদিন স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে জঙ্গিরা হামলা চালায়। রাত ১১টা নাগাদ জোর করে ওই পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে এলেপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা যার জেরে আহত হন পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদ, তাঁর স্ত্রী রাজা বেগম এবং তাঁদের মেয়ে রাফিয়া। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাটি জানা মাত্রই সেখানে যান তাঁরা এবং তিনজনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই মৃত্যু হয় এসিপি ও তাঁর স্ত্রীর এবং কিছুক্ষণ পরে তাঁদের মেয়েটিও মারা যান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File