পরিবহনবড় খবর গাড়ির চালকদের জন্য! সবসময় গাড়ির সাথে রাখুন নথি, নাহলেই জেল বা দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা
দূষণ এড়াতে এবার বড় ব্যবস্থা নিল পরিবহন মন্ত্রক। পি ইউ সি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত ধরনের গাড়ি চালকদের জন্য। দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পি ইউ সি সার্টিফিকেট দেখাতে না পারলে জরিমানা এবং কারাবাস দুই হতে পারে গাড়ির চালকদের। এছাড়া কোন ক্ষেত্রে যদি দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র আপডেট করা না হয়ে থাকে সেক্ষেত্রেও তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে সেই চালকের লাইসেন্স। দু চাকার বাইক কিম্বা চার চাকার গাড়ি সমস্ত চালকদের ক্ষেত্রেই পরিবহন মন্ত্রক দ্বারা এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।