PSL | পাক-ভূমিতে আটকে পড়েছেন দুই বাংলাদেশী ক্রিকেটার! যুদ্ধপরিস্থির জেরে উদ্বিগ্ন BCB

Thursday, May 8 2025, 3:09 pm
PSL | পাক-ভূমিতে আটকে পড়েছেন দুই বাংলাদেশী ক্রিকেটার! যুদ্ধপরিস্থির জেরে উদ্বিগ্ন BCB
highlightKey Highlights

এই মুহূর্তে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন পিএসএ খেলতে রয়েছেন পাকিস্তানে। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি।


পহেলগাঁও হামলার বদলা নিয়ে বারংবার পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা। ভারতের ছোড়া ড্রোনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। এর জেরে পাক ভূমিতে থমকে গিয়েছে PSL ম্যাচ। এদিকে PSL খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ক্রিকেটারদের দেশে ফেরাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে বিসিবি। বিমানে করে দেশে ফিরবেন তাঁরা। প্রতিমুহূর্তে তাঁদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File