আন্তর্জাতিক

PSG | PSG-র জয়ে উত্তাল উদযাপন, প্যারিসে ১৭ বছরের কিশোর-সহ মৃত দুই, আহত ১৯২, গ্রেপ্তার ৪২৬

PSG | PSG-র জয়ে উত্তাল উদযাপন, প্যারিসে ১৭ বছরের কিশোর-সহ মৃত দুই, আহত ১৯২, গ্রেপ্তার ৪২৬
Key Highlights

হিংসাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফরাসি রাজধানীতে। যার জেরে মৃত্যু হয়েছে দু’জনের, আহত আরও ১৯২ জন।

রবিবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন প্যারিস সাঁ জামা। শহরজুড়ে চলছিল উদযাপন। উদযাপন রূপ নিলো চূড়ান্ত বিশৃঙ্খলার! একাধিক ফরাসি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বুকে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বছর ১৭র এক কিশোরের। ফরাসি রাজধানীতে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এক ২০ বছর বয়সি মহিলা। পরে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ১৯২ জন সাধারণ মানুষের পাশাপাশি আহত হয়েছেন ১৩ জন পুলিশকর্মীও। রবিবার সকাল পর্যন্ত মোট ৪২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে প্যারিসেই গ্রেপ্তার ৪১৭ জন।