Nabanna Abhijan | নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে! ব্যারিকেড ভেঙে এগোলেন বিক্ষোভকারীরা! জলকামান, টিয়ার গ্যাস ছুঁড়লো পুলিশ
Tuesday, August 27 2024, 7:45 am
 Key Highlights
Key Highlightsনবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি! সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোলেন বিক্ষোভকারীরা।
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি! সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোলেন বিক্ষোভকারীরা। ঝালাই করে ব্যারিকেড বসানো হয়েছিল। সেট উপড়ে ফেলা হল। পালটা লাঠিচার্জ করলো পুলিশ। ছোড়া হলো টিয়ার গ্যাস, জল কামান। এদিকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল প্ল্যাকার্ড, লাঠি। নবান্ন অভিযানের মিছিল রুখতে ক্রেন দিয়ে রাস্তায় কন্টেনার নামানো হয়। শুধু তাই নয়, ব্যারিকেডে গ্রিজ এবং মোবিলের মতো পিচ্ছিল পদার্থ লাগানো হয়। কিন্তু সেই ব্যারিকেড উপরে ফেলে দেয় বিক্ষোভকারীরা।
-  Related topics - 
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- রাজ্য পুলিশ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- নবান্ন অভিযান
- নবান্ন
- নবান্ন

 
 