Oscar 2025 । অস্কারের অন্তিম পর্যায়ের দৌড়ে টিকে আছে প্রিয়াঙ্কার হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’
অ্যাকাডেমি পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’।
অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে একাধিক ভারতীয় ছবি। তবে আশা জাগছে প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’। অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার শামিল হয়েছে ছবি। অস্কারে আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে সিনেমাটি। সিনেমাটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ পৃথিবীতে কীভাবে প্রভাব বিস্তার করবে তা নিয়ে। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়।