Priyanka Gandhi | প্রথমবার মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা! ওয়েনাডে লড়বেন কংগ্রেস প্রার্থী
Wednesday, October 23 2024, 8:33 am
Key Highlightsকেরলের ওয়েনাডে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
প্রথমবার মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। কেরলের ওয়েনাডে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। নিজের জন্য প্রথম নির্বাচনী বক্তৃতাও রাখেন কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, "গত ৩৫ বছরে কখনও মা, কখনও দাদা, কখনও সহকর্মীদের হয়ে প্রচারে গিয়েছি। এই প্রথম নিজের জন্য প্রচার করছি। " উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ওই আসনটি ছিল প্রিয়ঙ্কার দাদা রাহুল গাঁধীর দখলে। এবার সেখানে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা। আগামী ১৩ নভেম্বর ওয়েনাডেতে লোকসভা উপনির্বাচন। ফল ঘোষণা ২৩ নভেম্বর।

