নাক-ঠোঁট দিয়ে ঝরছে রক্ত! প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষতবিক্ষত মুখের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

Wednesday, May 18 2022, 3:50 pm
নাক-ঠোঁট দিয়ে ঝরছে রক্ত! প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষতবিক্ষত মুখের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা
highlightKey Highlights

সিটাডেলের সেট থেকে ছবি পোস্ট করলেন দেশি গার্ল। নায়িকার ছবি দেখে চিন্তিত ভক্তরা। সত্যিই কি আহত অভিনেত্রী নাকি মেক-আপ?


ক্ষতবিক্ষত চেহারা, নাক-ঠোঁট থেকে ঝরছে রক্ত। চাউনিতে আতঙ্কের ছাপ- প্রিয়াঙ্কা চোপড়ার এমন ছবি দেখে বুধবার শিউরে উঠল ভক্তরা। অভিনেত্রীকে নিয়ে রীতিমতো চিন্তায় তাঁর ভক্তরা। কীভাবে লাগলো এই আঘাত? সত্যিই কি চোট লেগেছে নায়িকার? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

নিজের ডেবিউ ওয়েব সিরিজ সিটাডেল-এর শ্যুটিং সারছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আর সেই সিরিজের শ্যুটিং সেট থেকেই এমন ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা প্রশ্ন রাখেন, ‘তোমাদেরও কর্মক্ষেত্রে খুব কঠিন সময় যাচ্ছে কি?’ ছবিতে কালবো টপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। থেঁতলানো মুখে এমন সেলফি কেন পোস্ট করলেন অভিনেত্রী! তবে চিন্তার কোন কারণ নেই এটি হয়তো প্রিয়াঙ্কার কোন সিনের মেকআপ। 

এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। হলিউডে ‘এন্ডিং থিংস’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-এর মতো প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে, পাশাপাশি বলিউডে পরিচালক ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। 

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File