Prithvi Shaw | দুরন্ত কামব্যাক পৃথ্বী শ-র, মুম্বই টি-টোয়েন্টি লিগে ৩৪ বলে ৭৫ রান হাঁকালেন ক্রিকেটার !
Sunday, June 8 2025, 4:15 pm
Key Highlightsফিটনেসের উন্নতিতে জোর। মুম্বই টি-টোয়েন্টি লিগে অনেক তরতাজা পৃথ্বীকেই দেখা গেল। মাত্র ৩৪ বলে ৭৫ রান করেন পৃথ্বী শ।
তিনি যে এখনও হারিয়ে যাননি তা প্রমান করতে মরিয়া একটা সময় ভারতীয় ক্রিকেটে ‘নেক্সট’ বিগ থিং পৃথ্বী শ। চলছে মুম্বাই টি টোয়েন্টি লীগ। ম্যাচে ২২০ স্ট্রাইক রেটে তাণ্ডব দেখাচ্ছেন পৃথ্বী শ। এদিন টস জিতে সূর্যকুমার যাদবের ট্রায়াম্প নাইটের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নর্থ মুম্বই ক্যাপ্টেন পৃথ্বী শ। ব্যাট করতে নেমে মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৩৪ বলে ৭৫ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন একডজন বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি।
- Related topics -
- খেলাধুলা
- খেলোয়াড়
- ক্রিকেট
- ক্রিকেটার
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি

