PM Internship Scheme | শুরুর আগেই হঠাৎ স্থগিত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প কর্মসূচি! জমা পড়েছে ৬ লক্ষ আবেদনপত্র
পূর্ব ঘোষণা মতো গতকাল, সোমবার থেকেই শুরু হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের।
পূর্ব ঘোষণা মতো গতকাল, সোমবার থেকেই শুরু হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের। কিন্তু হঠাৎই স্থগিত করে দেওয়া হলো নরেন্দ্র মোদির এই কর্মসূচি। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য সাড়ে ৬ লক্ষাধিক আবেদনপত্র জমা পড়েছে। তালিকাভুক্ত করা হয়েছে প্রায় ৩০০ কোম্পানি। বিশেষজ্ঞদের অনেকের মতে, এখনও প্রস্তুত নয় সরকার। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের আওতায় আবেদনকারীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এবং মাসে দেওয়া হবে ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তার মধ্যে ৪৫০০ টাকা দেবে সরকার।