Modi talks to Nepal PM | নেপাল সুপ্রিমো সুশীলা কার্কির সাথে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের প্রতিবেশী দেশটিতে সাম্প্রতিক প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করেছেন মোদী।
বৃহস্পতিবার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সাম্প্রতিক সময় নেপালে যে প্রাণহানী ঘটেছে, তার জন্য তাঁর প্রতি আমি সমবেদনা ব্যক্ত করেছি। একইসঙ্গে সেই দেশে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করার জন্য ভারত যে তাঁর পাশে সবসময় রয়েছে, সেকথাও জানিয়েছি। আগামিকাল নেপালের জাতীয় দিবস। সেই উপলক্ষে অন্তবর্তী প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে শুভেচ্ছা জানাই।'
- Related topics -
- আন্তর্জাতিক
- নরেন্দ্র মোদি
- সুশীলা কার্কি
- ভারত
- নেপাল
- নেপাল পার্লামেন্ট