PM Narendra Modi | সেনার অনুষ্ঠানে যোগ দিতে শহরে প্রধানমন্ত্রী, গাড়ি থেকে হাত নেড়ে জনসংযোগ নরেন্দ্র মোদির

সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এবং সেনার আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে রবিবার সন্ধ্যাবেলাতেই কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবর ছিল, শীঘ্রই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যাবেলাতেই যৌথবাহিনীর কমান্ডারদের (Combined Commanders’ Conference) সম্মেলনে যোগ দিতে এবং সেনার আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দমদম বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। সোমবার সকালে নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসবেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও থাকবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।