UPI | ফ্রান্সেও চালু হতে পারে ইউপিআই! গোটা বিশ্বে ডিজিটাল অর্থনীতি ব্যবস্থা চালু করতে উদ্যোগ মোদির!
দুদিনের ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা-সহ বাণিজ্য নিয়ে হবে গুরুত্বপূর্ণ আলোচনা।ফ্রান্সের সবুজ সংকেত পেলেই ইউপিআই ব্যবস্থা চালু করতে পারেন মোদি।
প্রযুক্তির যুগে আগের থেকে ক্রমশ 'ডিজিটাল' হয়ে উঠছে ভারত। অন্যান্য বিষয়ের মতো দেশে টাকা লেনদেনেও এসেছে ডিজিটালাইজেশন (Digitalization)। পানের দোকান থেকে শুরু করে শপিং মল, সব কিছুতেই এখন জনতার অধিকাংশ ব্যবহার করেন ইউপিআই ব্যবস্থা (UPI System)। তবে এবার কেবল ভারতেই নয়, এই ইউপিআই ব্যবস্থার সুবিধা গোটা বিশ্বেই ছড়িয়ে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
আজ অর্থাৎ ১৩ই জুলাই, বৃহস্পতিবার ভোরে ফ্রান্সের (France) উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বাস্তিল দিবস (Bastille Day) উপলক্ষে সেখানে দু'দিনের সফরে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, এই সফরকালে মূলত প্রতিরক্ষামূলক অংশিদারিত্ব নিয়ে আলোচনা করবেন মোদি ও ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। এমনকি এই আলোচনার মাধ্যমেই জেন ইঞ্জিন (Zen Engine) তৈরি, রাফাল (Rafale) কেনা, সাবমেরিন (Submarines) তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও চুক্তি হতে পারে ভারত ও ফ্রান্সের। তবে প্রতিরক্ষা বাদেও মহারাষ্ট্রের জয়িতাপুরের ৯৯০০ মেগাওয়াটের নিউক্লিয়ার প্লান্ট (9900 MW Nuclear Plant in Jaitapur, Maharashtra) ও ডিজিটাল অর্থনীতি (Digital Economy) নিয়েও আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের।
জানা গিয়েছে, মোদির দুই দিনের সফরে ফ্রান্সে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payment Interface) বা ইউপিআই (UPI) নামে পরিচিত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আত্মপ্রকাশ হতে পারে। যদি ম্যাক্রোঁ প্রশাসন এই ব্যবস্থা চালুতে সহমত হন, তবে ফ্রান্স হবে বিশ্বের তৃতীয় দেশ যেখানে ইউপিআই থাকবে। এর আগে প্রায় ১ বছর ধরে এই ইস্যুতে আলোচনা হচ্ছে ভারত-ফ্রান্সের মধ্যে। তবে যদি এবার ফ্রান্সে ইউপিআই চালুর বিষয়ে ম্যাক্রোঁ সবুজ সংকেত দেয় তাহলে এনপিসিআই-এর (NPCI) সঙ্গে ফরাসি সংস্থা লায়রার (Lira) চুক্তি হতে পারে।
প্রসঙ্গত, বিগত ৯ বছরে ভারত ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে ১৪ বিলিয়ন ইউরোতে ঠেকেছে। তবে ফ্রান্স ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পাঁচবছর পর দুই দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও-র ফোরাম বৈঠকে বসতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতের তরফে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জুবিলেন্ট ভারতীয়া (Jubilant Bhartia) গোষ্ঠীর প্রধান হরি ভারতীয়া (Hari Bhartia)। ফ্রান্সের তরফ থেকে নেতৃত্ব দেবেন ক্যাপজেমিনির চেয়ারম্যান এসই হারমিলিন (Capgemini Chairman SE Hermelin)। উল্লেখ্য, ভারতের প্রায় ২ লক্ষ ব্যক্তিকে চাকরি দিয়েছে ক্যামজেমিনি। এমনকি খুব শীঘ্রই পুনেতে (Pune) একটি ৬জি ল্যাবও (6G Lab) চালু করতে চলেছে এই কোম্পানি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরেই সিঙ্গাপুরের (Singapore) 'পে নাও'-এর (PayNow) সঙ্গে এনপিসিআই-এর চুক্তি হয়েছিল ইউপিআই নিয়ে। এর ফলে উভয় দেশের ব্যবহারকারীদের জন্য আন্তঃসীমান্ত লেনদেন করা সম্ভব হয়েছে। এবার আশা করা হচ্ছে একই সুবিধা মিলবে ফ্রান্সের ক্ষেত্রেও।