PM Modi | বিমান দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী, একমাত্র জীবিত যাত্রীর সঙ্গেও দেখা করলেন মোদি!

দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী
আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুও। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশের সঙ্গেও দেখা করেন মোদি। পাশাপাশি হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এয়ার ইন্ডিয়ার সিইও।