Trump-Putin | পুতিনকে আসলে ফোনই করেননি হবু মার্কিন প্রেসিডেন্টে ট্রাম্প! মার্কিন সংবাদপত্রের খবরকে ‘ভুয়ো’ বললো রাশিয়া
Tuesday, November 12 2024, 2:05 pm
Key Highlightsরাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভ্লাদিমির পুতিনকে ফোনে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প..এমনই দাবি করেছিল মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভ্লাদিমির পুতিনকে ফোনে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প..এমনই দাবি করেছিল মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। এরপরই সর্বত্র ছড়িয়ে পরে এই খবর। ওয়াশিংটন পোস্টের দাবি ছিল, ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে ফোন করে বলেন, ক্রেমলিন যেন আগামী দিনে যুদ্ধের ঝাঁজ না বাড়ায়। কিন্তু এই দাবিকে ‘ভুয়ো’ বলে জানালো ক্রেমলিন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, “এই তথ্য একেবারে ভুয়ো। রুশ প্রেসিডেন্টের সঙ্গে হবু মার্কিন প্রেসিডেন্টের কোনও কথা হয়নি।”

