Putin in India | মোদির আমন্ত্রণে সাড়া প্রেসিডেন্টের! ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন!

গত অক্টোবরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কো সফরে গিয়েছিলেন, সেই সময় পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই, ভারতে আসছেন পুতিন।
যুদ্ধের আবহে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত অক্টোবরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কো সফরে গিয়েছিলেন, সেই সময় পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই, ভারতে আসছেন পুতিন। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আবহে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর কার্যত তাৎপর্যপূর্ণ। বরাবরই রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষের মাঝে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে যখন একের পর এক দেশ রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছে, সেই আবহেও বিবাদ থেকে নিজেদের সরিয়ে রেখেছে ভারত।