Trump Tariff | মার্কিন মুলুকে স্টিল আমদানি করলেই দিতে হবে ৫০% শুল্ক! ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের
Saturday, May 31 2025, 4:26 am
Key Highlightsআমেরিকায় আমদানি করা স্টিলে শুল্কের পরিমাণ ফের বৃদ্ধির ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মসনদে বসেই বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় স্টিল আমদানি করতে হলে দিতে হবে ভারী অঙ্কের শুল্ক, ঘোষণা করলেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, আমদানি করা স্টিলে২৫ শতাংশ থেকে বাড়িয়ে শুল্কের পরিমাণ ৫০ শতাংশ করা হলো। ৪ জুন থেকেই এই শুল্ক কার্যকর হবে মার্কিন মুলুকে। ইউএস প্রেসিডেন্টের দাবি, আমেরিকায় স্টিলের উৎপাদন বৃদ্ধি করা এবং আমেরিকান উৎপাদনকে মজবুত করার লক্ষ্যেই এই শুল্ক বৃদ্ধি। উল্লেখ্য, এই আবহে চিনের ওপর বাণিজ্যচুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন ট্রাম্প।

