স্বাস্থ্য

"প্রি-ডায়াবেটিস" এর লক্ষণ কি কি? কেন হয় এই ক্ষতিকর রোগ?

"প্রি-ডায়াবেটিস" এর লক্ষণ কি কি? কেন হয় এই ক্ষতিকর রোগ?
Key Highlights

ডায়াবেটিস-এর থেকেও ক্ষতিকর হল "প্রি-ডায়াবেটিস। শরীরে যখন রক্তে শর্করার পরিমান বেড়ে যায়, কিন্তু ততটাও বাড়ে না তখনকার স্টেজটিকে "প্রি-ডায়াবেটিস" বলে উল্ল্যেখ করা হয়। এর মানে আপনি এখনও সম্পূর্ণ ডায়াবেটিসে আক্রান্ত হননি, তবে তার আগের ধাপে আছেন। ইনসুলিন হরমোন যেকোন ভারসাম্য হারিয়ে ফেলে তখন উচ্চ রক্তচাপ, ঘন ঘন প্রস্রাব করা, খুব তৃষ্ণার্ত হওয়া, ক্ষুধা বেড়ে যাওয়া, হঠাৎ ওজন বাড়া ইত্যাদি হয় যা এই রোগের লক্ষণ।