Paris Paralympic 2024 | হাই জাম্পে সোনা আনলেন প্রবীণ কুমার! প্যারিস প্যারালিম্পিক্সে ২৬তম পদক এলো ভারতের ঝুলিতে
প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ এ প্রবীণ কুমার সোনা জিতেছেন; ভারতের মেডেল সংখ্যা ২৬, সোনা ৬টি।
প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ এ ফের ভারতের মুকুটে নয়া পালক। হাই জাম্প T64 ফাইনালে দেশের জন্য সোনা আনলেন প্রবীণ কুমার। ফাইনালের তিনটি চেষ্টাতেই ১.৮৯ মিটার, ১.৯৭ মিটার, ২.০০ মিটার, ২.০৩ ও ২.০৬ মিটার পার করলেন তিনি। অবশেষে ২.০৮ মিটার লাফিয়ে সোনা স্পর্শ করলেন প্রবীণ। এই পদক জয়ের পর প্যারিস প্যারালিম্পিকসে ভারতের ঝুলিতে এলো মোট ২৬ টি পদক। উল্লেখ্য, পায়ালিম্পিক্সের ইতিহাসে ভারতে এই বছরই সবথেকে বেশি পদক এসেছে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স