হাত মেলালেন কলকাতার দুই তাবড় তারকা, জিৎ-প্রসেনজিৎ

Friday, September 24 2021, 11:38 am
হাত মেলালেন কলকাতার দুই তাবড় তারকা, জিৎ-প্রসেনজিৎ
highlightKey Highlights

আগামী নভে‌ম্বর এবং ডিসেম্বরে নতুন বাংলা চলচ্চিত্ৰ ‘আয় খুকু আয়’-র শ্যুটিং হবে। এই সিনেমায় ক্যামেরার সামনে থাকবেন প্রসেনজিৎ, পিছনে জিৎ। এই সিনেমাতে বাবার চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। দিতিপ্রিয়া রায়কে মেয়ের চরিত্রের জন্য ভাবা হচ্ছে। তবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।প্রযোজক জিতের গালে চুম্বন এঁকে নতুন ছবির কাজ শুরু করলেন অভিনেতা প্রসেনজিত এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে আশা করা যেতে পারে যে দুই সুপারস্টারকে দর্শক এক পর্দায় দেখতে পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File