দেশ

Poverty in India | ১১ বছরে কমেছে দেশের দারিদ্র্যের হার! দারিদ্রতা থেকে বেড়িয়েছেন ২৬.৯ কোটি মানুষ!

Poverty in India | ১১ বছরে কমেছে দেশের দারিদ্র্যের হার! দারিদ্রতা থেকে বেড়িয়েছেন ২৬.৯ কোটি মানুষ!
Key Highlights

প্রায় ১১ বছরে ২৬.৯ কোটি মানুষ চূড়ান্ত দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন।

গত এক দশকে কমেছে ভারতের দারিদ্রের হার। বিশ্বব্যাঙ্কের সদ্য প্রকাশিত তথ্য বলছে, ২০১১ থেকে ২০১২ সালে ভারতে দারিদ্রের হার যেখানে ছিল ২৭.১ শতাংশ, তা ২০২২ থেকে ২০২৩ সালে কমে হয়েছে ৫.৩ শতাংশ। পাশাপাশি রিপোর্ট বলছে, ২০১১ থেকে ২০১২ সালে যেখানে ৩৪.৪৫ কোটি মানুষ চূড়ান্ত দারিদ্রের মধ্যে বাস করতেন, সেখানে ২০২২ থেকে ২০২৩ সালে তা কমে হয়েছে ৭.৫২ কোটি। অর্থাৎ, প্রায় ১১ বছরে ২৬.৯ কোটি মানুষ চূড়ান্ত দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন।