দেশ

ভারতীয় আধার কার্ড দেখিয়ে উত্তরাখণ্ডে ঢুকছে নেপালের নাগরিক! চিন্তায় রয়েছে প্রশাসন।

ভারতীয় আধার কার্ড দেখিয়ে উত্তরাখণ্ডে ঢুকছে নেপালের নাগরিক! চিন্তায় রয়েছে প্রশাসন।
Key Highlights

ভেদাভেদ না করে সবাই মিলেমিশে থাকতে চান আর সেই কারণেই নাকি ভারতীয় আধার কার্ডও বানিয়ে ফেলেছে অনেকে। শুধু তাই নয়, নেপালে থেকে ভারতে ঢোকার সময় পরিচয়পত্র দেখতে চাইলে ভারতীয় আধার কার্ডও দেখাচ্ছে সীমান্ত কর্তব্যরত আধিকারিকদের। যার ফলে চোখ কপালে উঠেছে স্থানীয় প্রশাসনের। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানও হয়েছে। বুধবার এপ্রসঙ্গে আলোচনার সময় নিজের উৎকন্ঠা চেপে রাখতে পারেননি উত্তরাখণ্ডের বনবাসা সীমান্তের কাছে অবস্থিত ছোট্ট শহর টনকপুরের মহকুমাশাসক হিমাংশু কলিতা। নেপালের দিক থেকে ওই সীমান্ত পেরিয়ে যারা আসছে তাদের মধ্যে বেশির ভাগের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে বলে দাবি করেন তিনি।