WB Weather | বেলা বাড়তেই পরিবর্তন আবহাওয়ার! আজ রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা!

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নববর্ষের দিন সব প্ল্যান ভণ্ডুল করতে পারে ঝড়, বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাত সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতও হতে পারে। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।