East Bengal vs Mohun Bagan । দর্শকশূন্য স্টেডিয়াম, ম্যাকলরেনের ১ গোল দেখতে গুয়াহাটিতে মেরেকেটে ১০০০
গুয়াহাটিতে গ্যালারির দিকে ঠিক করে তাকাতে পারলে হাতে গুণে বলে দেওয়া যাবে সমর্থক সংখ্যা। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে গুয়াহাটি স্টেডিয়ামে জড়ো হয়েছে মেরেকেটে ১০০০ সমর্থক!
দুর্দান্ত ভাবে চলছে ডার্বি। জেমি ম্যাকলরেন গোলে ১:০ এগিয়ে আছে মোহনবাগান। দুর্বল ইস্টবেঙ্গলের রক্ষন ভাগ ভোগাচ্ছে দলকে। এই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে গুয়াহাটি স্টেডিয়ামে জড়ো হয়েছে মেরেকেটে ১০০০ সমর্থক! ডার্বি কলকাতাতেই হওয়ার কথা ছিল তবে রাজ্যে গঙ্গাসাগরের মেলার জন্য ম্যাচ চলে যায় গুয়াহাটিতে। সমর্থকদের অভিযোগ, ম্যাচ শুরুর ৭২ ঘণ্টা আগে ভেন্যু ঘোষণা হয়েছে। ফলে স্টেডিয়ামের টিকিট কাটতে পারলেও পাননি ট্রেনের টিকেট। এর জেরে এক বিপুল সংখ্যক সমর্থক ডার্বিরস থেকে বঞ্চিত হলেন।