আট মাসের শিশুর চিকিৎসার জন্য অলিম্পিক্সে জেতা পদক নিলাম করল মারিয়া আন্দ্রেজিক
Wednesday, August 18 2021, 7:57 am

হৃদরোগে আক্রান্ত আট মাসের এক শিশু চিকিৎসার জন্য অলিম্পিক্সে অর্জন করা নিজের একমাত্র পদক নিলামে বিক্রি করলো পোল্যান্ডের অ্যাথলিট মারিয়া আন্দ্রেজিক। তিনি মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ে জিতেছিলেন রুপোর পদক। সেই পদকই পোল মিলোসজেক নামক ওই অসুস্থ শিশুপুত্রের হার্টে অস্ত্রোপচারের জন্য ১ লক্ষ ২৫ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৮৬ লক্ষ টাকার বিনিময়ে নিলামে বিক্রি করলেন জ্যাভেলিন থ্রোয়ার।
- Related topics -
- খেলাধুলা
- অ্যাথলিট
- মারিয়া আন্দ্রেজিক
- হৃদরোগ
- শিশু চিকিৎসা
- পদক নিলাম