Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন
Sunday, April 13 2025, 6:39 am
Key Highlightsরাজ্যের বিভিন্ন জেলায় ভিন্নপদে কর্মরত ২৩ জন পুলিশকর্তা ও কর্মীদের ‘বিশেষ ডিউটি’তে ডাকা হল জঙ্গিপুর পুলিশ জেলায়।
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত সপ্তাহ থেকে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। রবিবার সকালে রাজ্যের বিভিন্ন জেলায় ভিন্নপদে কর্মরত ২৩ জন পুলিশকর্তা ও কর্মীদের ‘বিশেষ ডিউটি’তে ডাকা হল জঙ্গিপুর পুলিশ জেলায়। শনিবার রাতে রাজ্য পুলিশের তরফে হাওড়া সিপি, চন্দননগর কমিশনারেট, সিআইডির ডিজি, দার্জিলিং রেঞ্জের ডিআইজি সহ একাধিক পুলিশকর্তাদের কাছে বাছাই করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। হাই কোর্টের নির্দেশে নেমেছে এলাকায় নেমেছে কেন্দ্রীয় বাহিনী।

