স্বাধীনতা দিবসের দিন 'আউটস্ট্যান্ডিং' পুরস্কার পাবেন কলকাতার পুলিশ কমিশনার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Thursday, December 21 2023, 2:33 pm
স্বাধীনতা দিবসের দিন 'আউটস্ট্যান্ডিং' পুরস্কার পাবেন কলকাতার পুলিশ কমিশনার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

'অসাধারণ কাজে'র জন্য আগামী ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবসের দিন 'চিফ মিনিস্টার'স পুলিস মেডেল ফর আউটস্ট্যান্ডিং' পুরস্কার পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তাঁর সঙ্গে এডিজি পীযূষ পাণ্ডে ও উত্তরবঙ্গের আইজিপি ডিপি সিং-কেও ওই পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও আরো ৭ জেলার পুলিস সুপাররা 'চিফ মিনিস্টার'স মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস' পদক পাচ্ছেন। স্বাধীনতা দিবসের দিন রেড রোডে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে এই সকল পুলিশ আধিকারিকদের সম্মানিত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File