JU Student | শিক্ষামন্ত্রীর গাড়িচাপা পড়ে আহত, আহতের বিরুদ্ধে ৩ FIR রুজু পুলিশের, অভিযোগ কী কী?
Monday, March 3 2025, 5:52 am
Key Highlightsশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ছিলেন তিনি। ইন্দ্রানুজকে নিয়ে এত হইচই এবার তাঁর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের।
যাদবপুর কাণ্ডে নয়া মোড়। এখনো অবধি মোট ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। এদের মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়ে জখম হওয়া ইন্দ্রানুজও। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ৩ টি মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তিনি মন্ত্রীর পথ আটকিয়েছেন, ব্রাত্য বসুকে মারধর করেছেন, প্রতিবাদী মহিলা শিক্ষকদের শ্লীলতাহানি করেছেন। এছাড়াও স্টাফ কোয়ার্টার ভাঙচুর ও আগুন জ্বালানো এবং তিন হাজার টাকা, ঘড়ি ও সোনার চেন চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- যাদবপুর ইউনিভার্সিটি
- যাদবপুর
- আহত
- শিক্ষামন্ত্রী
- ব্রাত্য বসু
- জামিন খারিজ
- শিক্ষার্থী

