Uttarpradesh । ইউটিউব দেখে জাল নোট তৈরি করে পুলিশের জালে দুই

Friday, November 8 2024, 5:22 pm
highlightKey Highlights

উত্তরপ্রদেশে জাল নোট তৈরির র‍্যাকেট চালানোর অভিযোগে দুজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তারা জানিয়েছে,তারা এই জাল নোট বানানো শিখেছে ইউটিউব দেখে।


উত্তরপ্রদেশের সোনভদ্রে জাল নোট তৈরির র‍্যাকেট চালানোর অভিযোগে সতীশ রাই এবং প্রমোদ মিশ্র নামক দুজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।অভিযোগ,কম্পিউটার প্রিন্টারে ১০ টাকার স্ট্যাম্প পেপারে ৫০০ টাকার জাল নোট ছাপত এই দুষ্কৃতীরা। রামগড় বাজারে ১০ হাজার টাকা দিয়ে জিনিস কিনতে গিয়ে পুলিশের জালে ধরা পরে দুই দুষ্কৃতী। পুলিশি জেরায় তারা জানিয়েছে, তারা এই জাল নোট বানানো শিখেছে ইউটিউব দেখে। ধৃতদের কাছ থেকে ৫০০ টাকার মোট ২০ টা জাল নোট উদ্ধার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File