আর জি কর কান্ড

R G Kar Protest | 'রাত দখলে'র কর্মসূচিতে পুলিশের 'অত্যাচার', প্রতিবাদ করার 'অপরাধে' শাসানি দিয়ে পিটিয়ে ধরপাকড় চলল বারাসাতে

R G Kar Protest | 'রাত দখলে'র কর্মসূচিতে পুলিশের 'অত্যাচার', প্রতিবাদ করার 'অপরাধে' শাসানি দিয়ে পিটিয়ে ধরপাকড় চলল বারাসাতে
Key Highlights

মধ্যরাতে পথে বসে থাকা নাগরিকদের পুলিশকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়ার 'অপরাধে', পথে আঁকার 'অপরাধে' প্রথমে শাসানো হয়।

বুধবার 'তিলোত্তমা'র বিচারের দাবিতে দ্বিতীয় দফায় 'রাত দখলে'র কর্মসূচির আয়োজন করা হয়।তবে এরই মধ্যে বারাসাত এলাকায় চললো পুলিশের 'অত্যাচার'! সুদীপ চক্রবর্তী নামক এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গলBYTE),তাতে দেখা যায় মধ্যরাতে পথে বসে থাকা নাগরিকদের পুলিশকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়ার 'অপরাধে', পথে আঁকার 'অপরাধে' প্রথমে শাসানো হয়। তারপর পেটানো হয়। এক মহিলাকে দাবি করতে শোনা যায়, তাঁর সন্তানের গায়েও হাত তোলা হয়েছে। এরপর একাধিক প্রোটেস্টারকে পুলিশ ভ্যানে তোলা হয়।