Shiliguri | শিলিগুড়ি সহ দার্জিলিংয়ের ‘চিকেনস নেক’ এলাকায় ড্রোনে ছবি তোলা নিষিদ্ধ করলো পুলিশ!
Monday, May 12 2025, 6:43 am
Key Highlights‘চিকেনস নেক’ শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলা নিষিদ্ধ করা হলো।
যুদ্ধবিরতির পর বাংলার সীমান্তবর্তী এলাকায় চলছে কড়া পাহারা। বিশেষ সংবেদনশীল এলাকা ‘চিকেনস নেক’ নিয়ে ঘনাচ্ছে উদ্বেগ। টহলদারি বাড়িয়েছে বিএসএফ। এবার ‘চিকেনস নেক’ শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলা নিষিদ্ধ করা হলো। নাশকতামূলক উদ্দেশ্যে ড্রোন উড়িয়ে চরবৃত্তির আশঙ্কায় রবিবার ড্রোন উড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। প্রসঙ্গত, ‘চিকেনস নেক’ এর পাশেই নেপাল এবং বাংলাদেশ অবস্থিত। তাই নিরাপত্তায় ঢিলে দেওয়া সমীচীন নয় বলেই মনে করছে প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- পহেলগাঁও জঙ্গি হামলা
- অপারেশন সিঁদুর
- শিলিগুড়ি
- দার্জিলিং
- ভারতীয় সেনা
- ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন
- ড্রোন হামলা
- নিষেধাজ্ঞা জারি

