Nandigram | গরু পাচার রুখতে গিয়ে নন্দীগ্রামে আক্রান্ত পুলিশ! পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালালো লরি!

Thursday, April 17 2025, 6:26 am
Nandigram | গরু পাচার রুখতে গিয়ে নন্দীগ্রামে আক্রান্ত পুলিশ! পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালালো লরি!
highlightKey Highlights

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ নন্দীগ্রামে দুষ্কৃতীরা একটি লরি নিয়ে পালাচ্ছিল। অনুমান, সেই লরিতে গরু পাচার করা হচ্ছিল।


গরু পাচার রুখতে গিয়ে নন্দীগ্রামে আক্রান্ত পুলিশ! পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় লরি। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ নন্দীগ্রামে দুষ্কৃতীরা একটি লরি নিয়ে পালাচ্ছিল। অনুমান, সেই লরিতে গরু পাচার করা হচ্ছিল। এরপর পুলিশের টহলদারি ভ্যান লরিটিকে ধাওয়া করে। কিন্তু এক সময়ে লরিটি পুলিশের ভ্যানে ধাক্কা মারে। তৎক্ষণাৎ গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় ওই লরিটি। মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File