Mushtaq Khan, Sunil Pal । পুলিশের জালে অভিনেতা মুস্তাক খান অপহরণের ঘটনার মাস্টারমাইন্ড

Tuesday, December 24 2024, 10:34 am
highlightKey Highlights

বলিউড অভিনেতা মুস্তাক খান ও কমেডিয়ান সুনীল পালকে অপহরণের ঘটনায় জড়িত চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।


অভিনেতা মুস্তাক খান ও কমেডিয়ান সুনীল পালকে কিডন্যাপিংয়ের অপরাধে ১জনকে গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার রাতে রাহুল সাইনি ওরফে লাভি পাল পুলিশের এনকাউন্টারে আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে পুলিশ তাকে গ্রেফতার করে। রাহুলের এক সহযোগী পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়। রাহুলের কাছ থেকে একটি দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা সুনীল এবং মুস্তাককে অপহরণের জন্যে একই পদ্ধতি ব্যবহার করে, তাঁদের মোবাইল থেকে টাকা লেনদেনও হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File