Khagen Murmu | সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার পুলিশের, নজরে আরও ৬
Wednesday, October 8 2025, 2:27 pm

ঘটনার প্রায় ৫৪ ঘণ্টা পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই দুজন হামলার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির দুই জনপ্রতিনিধি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ। হাসপাতাল সূত্রে খবর, সাংসদের চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। এঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সোমবার দুপুরে ওই ঘটনার প্রায় ৫৪ ঘণ্টা পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই দুজন হামলার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাকি ৬ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনার রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
- Related topics -
- রাজ্য
- উত্তরবঙ্গ সংবাদ
- উত্তরবঙ্গ
- বিজেপি সাংসদ
- বিজেপি কর্মী
- বিজেপি
- আহত
- দুষ্কৃতী হামলা
- আলিপুরদুয়ার