Kolkata । শহর জুড়ে চলছে নাকা চেকিং, কসবা ও শেয়ালদহ কাণ্ডের পর তৎপর পুলিশ প্রশাসন

Sunday, November 17 2024, 6:12 pm
Kolkata । শহর জুড়ে চলছে নাকা চেকিং, কসবা ও শেয়ালদহ কাণ্ডের পর তৎপর পুলিশ প্রশাসন
highlightKey Highlights

শহরে দফায় দফায় নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হল পুলিশকে। আজ সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল তল্লাশি। সন্ধে ৬ থেকে ৮ আর রাত ১টা থেকে ৩টে দুই দফায় চলবে চেকিং।


কয়েকদিন আগে শিয়ালদহের কাছে এক বৈঠকখানা থেকে ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করেছিল কলকাতা পুলিসের এসটিএফ। শুক্রবার কসবায় নিজের বাড়িতে সামনেই আক্রান্ত হয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই দুই ঘটনার জেরেই শহরে দফায় দফায় নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হল পুলিশকে। আজ সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল তল্লাশি। সন্ধে ৬ থেকে ৮ আর রাত ১টা থেকে ৩টে দুই দফায় চলবে চেকিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File