মাঝরাস্তায় চালককে মারধরে অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বালি-গাড়ি থেকে তোলাবাজি

Thursday, March 25 2021, 6:24 am
মাঝরাস্তায় চালককে মারধরে অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বালি-গাড়ি থেকে তোলাবাজি
highlightKey Highlights

বালি গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ। পুলিসের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি প্রার্থীর। পশ্চিম মেদিনীপুরের পিংলার রমনা এলাকার ঘটনা। গতকাল রাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পথে তিনি দেখেন বালিগাড়ির এক চালককে থানার এক কর্মী মারধর করছে। পাশেই দাঁড়িয়েছিল পুলিসের গাড়ি। মাসিক হিসেবে দশ হাজার টাকা চায় পুলিশ, তা দিতে না চাইলে থানা থেকে বাপ্পা বলে একজনকে ডাকা হয়। বাপ্পা এসে মারধর শুরু করে চালকদের। এদিন ঘটনার পর বিজেপি কর্মী সমর্থকরা হট্টগোল শুরু করতেই পালায় বাপ্পা। তার ক্ষমা চাওয়ার দাবিতে প্রায় ঘণ্টাদুয়েক ধরে বিক্ষোভ চলে। যদিও পুলিসের দাবি অভিযুক্ত যুবক পুলিসকর্মী নয়, থানায় কাজ করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File