POCSO: ছাত্রীকে যৌন হেনস্থা মামলায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত

Friday, March 31 2023, 11:34 am
highlightKey Highlights

জিডি বিড়লা স্কুলে ২০১৭ সালে ছাত্রীর যৌন হেনস্তার মামলায় দোষী ২ শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সহ মোটা অঙ্কের টাকা জরিমানা দেওয়ার কথা ঘোষণা করল আলিপুর আদালত।


কয়েকবছর আগেকার ঘটনা, সময়টা ছিল ২০১৭ সাল। রানিকুঠির জিডি বিড়লা স্কুলের ছাত্রীকে স্কুল ছুটির পর শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শারীরশিক্ষার দুই শিক্ষকের বিরুদ্ধে। সেই ছাত্রীর অভিভাবকের অভিযোগ, তাঁরা যখন তাদের মেয়েকে স্কুলে আনতে যান, তখন তারা দেখেন, মেয়ে শৌচালয়ে দাঁড়িয়ে কাঁদছে এবং স্কুলড্রেসে ভর্তি রক্তের দাগ।

G D Birla High School (Pocso case, 2017)
G D Birla High School (Pocso case, 2017)

যথারীতি, যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার অভিযোগ দায়ের করে। তদন্তের সুবিধার জন্য ঐ ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাও হয়। একজন শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকদের বরখাস্ত, কঠিন শাস্তি-সহ একাধিক দাবিতে পথে নেমেছিলেন অন্যান্য স্কুলের অভিভাবকরাও। গোটা কলকাতা এই নিন্দনীয় ঘটনায় সেসময় উত্তাল হয়েছিল। 

Trending Updates
Accudes of G D Birla High School (Pocso case, 2017)
Accudes of G D Birla High School (Pocso case, 2017)

অভিযুক্ত ২ শিক্ষকের বিরুদ্ধে পকসো (POCSO) আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা হয়। ১৬৪ ধারা অনুযায়ী নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে সম্মতি দিয়েছিল আদালত। আজ এই ঘটনার প্রায় ৬ বছর কেটে গেছে, কিন্তু মামলা চালু ছিল। আলিপুর পকসো আদালত ওই শিক্ষকদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ছ’মাস জেলের নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি সরকার পক্ষ থেকে নির্যাতিতা ছাত্রীকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছেন বিচারক।

G D Birla High School (Pocso case, 2017)
G D Birla High School (Pocso case, 2017)



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File