Narendra Modi | নকশালমুক্ত হবে ভারত! মাওবাদী দমন নিয়ে কী জানালেন প্রধানমন্ত্রী?
Saturday, October 18 2025, 5:47 am

প্রধানমন্ত্রী জানান, বিগত ৭৫ ঘণ্টায় ৩০৩ জন নকশাল আত্মসমর্পণ করেছেন। দেশের মধ্যে মাত্র তিনটি রাজ্যে বামপন্থী চরমপন্থার কবলে রয়েছে।
এদিন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তৃতা দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাওবাদী মুক্ত ভারতের কথা বললেন। তিনি জানালেন, বিগত ৭৫ ঘণ্টায় ৩০৩ জন নকশাল আত্মসমর্পণ করেছেন। তিনি আরও বলেন, “বিগত ৫০-৫৫ বছরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে মাওবাদী হামলায়। এই নকশালরা স্কুস, হাসপাতাল তৈরি হতে দিত না…চিকিৎসকদের ক্লিনিকে ঢুকতে দিত না, শিক্ষা প্রতিষ্ঠানে বোমা মারত। তরুণদের প্রতি অবিচার ছিল মাওবাদী সন্ত্রাসবাদ। আমি খুব বিচলিত বোধ করতাম…এই প্রথম আমি সেই কষ্ট বিশ্বের সঙ্গে ভাগ করে নিলাম।”
- Related topics -
- দেশ
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- মোদী সরকার
- মাওবাদী
- মাওবাদী হামলা
- ভারত